গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের প্রধান নির্বাহী মার্টিন উইন্টারকর্ন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ডিজেলচালিত গাড়িতে জালিয়াতির ঘটনায় ফেঁসে যাওয়ায় এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসিবুধবার রাতে বিবিসির খবরে বলা হয়, কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়ায় গাড়ি নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠান ভক্সওয়াগনের প্রধান নির্বাহী মার্টিন উইন্টারকর্ন পদত্যাগের ঘোষণা দেন।উইন্টারকর্ন বলেন, কয়েক দিন ধরে ঘটে যাওয়া ঘটনায় আমি বিস্মিত। ভক্সওয়াগনের মতো একটি প্রতিষ্ঠানে এ ধরনের জালিয়াতি হতে পারে, তা জেনে আমি খুবই মর্মাহত।তিনি বলেন, ভক্সওয়াগনের এখন নতুন শুরু প্রয়োজন, সেটা ব্যক্তির ক্ষেত্রেও।বিএ
Advertisement