অর্থনীতি

আরএফএল’র পরিবেশকদের ইউরোপ ভ্রমণ

দেশের বৃহত্তম প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএফএল সম্প্রতি প্রতিষ্ঠানটির বিভিন্ন ক্যাটাগরির ২৮ জন পরিবেশককে সপরিবারে ইউরোপ ভ্রমণের সুযোগ করে দিয়েছে। গত বছরের সেরা পারফরমেন্সের জন্য তাদের এ সুযোগ দেয়া হয়। প্রতিষ্ঠানটির মিডিয়া ম্যানেজার জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএফএল-এর বিভিন্ন ক্যাটাগরির ২৮ জন পরিবেশক সপরিবারে  ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি এবং ভ্যাটিকেন সিটির গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, সমুদ্র সৈকত, জলপ্রপাত উপভোগ করেন। এছাড়া জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সদর দফতর ভ্রমণ করেন আরএফএল-এর পরিবেশকগণ।  এ প্রসঙ্গে আরএফএল-এর পরিচালক আরএন পল জানান, বিপণনে উৎসাহিত করতে প্রতিবছরই আমরা পরিবেশকদের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ করে দিই। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ ভ্রমণে পরিবেশকদের সঙ্গী হন আরএফএল-এর জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (সিনিয়র জিএম) মো. জাহাঙ্গীর আলম এবং উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তৌকিরুল ইসলাম।একে/পিআর

Advertisement