তামিম ইকবালের বদলে এসেছেন ইমরুল কায়েস। ধারণা করা হচ্ছে, সাইফউদ্দীনের বিকল্প হিসেবে যুক্ত হবেন পেসার কাম লেট অর্ডার আবু হায়দার রনি।
Advertisement
সরাসরি স্বীকার না করলেও সোমবার রাতে জাগো নিউজের সাথে আলাপে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কন্ঠেও তেমন আভাস। তার মানে আবু হায়দার রনির অন্তর্ভুক্তি মোটামুটি নিশ্চিত।
কিন্তু সেটাই শেষ নয়। টি-টোয়েন্টি দলে আরও বড় ধরনের রদবদলের সম্ভাবনা আছে এবং সেটা নির্ভর করছে সাকিব আল হাসানের ভারত সফরে যাওয়া না যাওয়ার ওপর।
সাকিব গেলে তো আর সমস্যা নেই; কিন্তু সাকিব না গেলে দলে পরিবর্তন আসবে। সেটা শুধু যে অধিনায়ক পদে যে তা নয়, নিশ্চয়ই দলে আরও একজন যুক্ত হবেন।
Advertisement
সোমবার রাতে জাগো নিউজকে নান্নু বলেন, ‘সাকিব গেলে তো কথাই নেই। তাহলে আর কোন রদবদলের সম্ভাবনা নেই। তবে সাকিব না গেলে হয়ত একটি রদবদল হবে। আবার নাও হতে পারে। আমরাতো ১৫ জনের দলকে ১৪ জনে নামিয়ে এনেছি। তামিম আর সাইফউদ্দীনের বিকল্প নেয়া হয়ে গেছে। এখন সাকিব না গেলে অবস্থা বুঝে ব্যবস্থা।’
ওদিকে টেস্ট দলেও একই অবস্থা। সাকিব গেলে আর দলে পরিবর্তনের সম্ভাবনা নেই। আর না গেলে সেখানেও একজনকে নিতে হবে।
এআরবি/আইএইচএস
Advertisement