বিনোদন

নতুন অ্যালবাম নিয়ে হাজির জলের গান, সঙ্গে বারী সিদ্দিকী

‘অতল জলের গান’ ও ‘পাতালপুরের গান’ শুনেছেন অনেকেই। গানের দল জলের গানের এই দুটি অ্যালবামের বেশির ভাগ গানই মুখস্ত তাদের ভক্তদের। কোনো মঞ্চে গান ধরলে দর্শকেরা প্রায় পুরো গানই গেয়ে ফেলেন শিল্পীদের সঙ্গে। জলের গান ভক্তরা অনেক দিন থেকেই অপেক্ষায় ছিলেন নতুন অ্যালবামের।

Advertisement

ভক্তদের দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষা শেষে তৃতীয় অ্যালবাম ‘নয়ন জলের গান’ নিয়ে হাজির হয়েছে জলের গান। ১২টি নতুন গানে সমৃদ্ধ অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বারী সিদ্দিকীকে। অ্যালবামটির গানগুলোর শিরোনাম হলো—‘বন্ধু’, ‘বাংলার মুখ’, ‘পিঠা-পুলির গান’, ‘ফুল চাষীর গান’, ‘ফুল কুমারীর বিয়ে’, ‘রসিক যে জন’, ‘চন্দনী’, ‘ডানা ভাঙা পাখির গান’, ‘মানুষ ও মুখোশ’, ‘শূন্য’ ও ‘জীবনানন্দ’।

এই গানগুলোর মধ্যে ‘চন্দনী’ গানটি প্রয়াত কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীর গাওয়া। গতকাল রোববার প্রকাশ পেয়েছেন জলের গানের ‘নয়ন জলের গান’ অ্যালবামটি।

জলের গানের প্রধান রাহুল আনন্দ বলেন, ‘আমার জানা মতে গুরুজি বারী সিদ্দিকীর রেকর্ড করা শেষ গান ‘চন্দনী’। অনিমেষ আইচের না মানুষ ছবির জন্য গেয়েছিলেন তিনি। আমাদের এই অ্যালবাম আমার গুরু সংগীতজ্ঞ বারী সিদ্দিকীর প্রতি শ্রদ্ধাঞ্জলি, গানের এই কীর্তিমানকে গান দিয়েই শ্রদ্ধা জানাতে চেয়েছি আমরা।’

Advertisement

জানা গেছে, এই অ্যালবামের রেকর্ডসহ এর মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়ায় এক পাহাড়ের ওপর। অ্যালবামের গানগুলো শোনা যাবে জলের গানের ইউটিউব চ্যানেলে।

এ ছাড়া ‘নয়ন জলের গান’ সিডি আকারেও প্রকাশ হয়েছে। তার সাথে বরাবরের মতো জলের গান প্রকাশ করেছে একটি গানের খাতা। এবার পাওয়া যাবে গানের খাতার দ্বিতীয় সংস্করণ। এখানে তাদের সব গানের লিরিক এবং কর্ড বিভাজনও লেখা থাকবে। সিডি ও খাতার দাম রাখা হয়েছে ১০০ টাকা।

এমএবি/এলএ/জেআইএম

Advertisement