বিএপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষা, ক্রীড়াঙ্গন আমাদের শিশুদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। সুস্থ ও মানবিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম।বুধবার বিকালে সাম্য ক্রীড়া সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে শান্ত স্মৃতি সর্টবার ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি সুস্থ রাজনীতির বিকাশ ঘটাতে হবে। তাহলে একজন মানুষ আগামীতে দেশ গড়ার নেতৃত্ব দিবে।এসময় আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সাম্য ক্লাবের উপদেষ্টা স্বপন প্রমূখ।এতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক শরিফুল ইসলাম শরিফ, সাম্য ক্লাবের সাধারণ সম্পাদক মাহামুদুল্লাহ বাবু, টুর্নামেন্টের আহ্বায়ক কায়েস ও ধারাভাষ্যকার সুজন খাঁন।পরে বিজয়ী দল নিশ্চিন্তপুর স্পোর্টস ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন বিএপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিউল এহসান রিপন/এমএএস/পিআর
Advertisement