আন্তর্জাতিক

চাঁদা তুলে ওয়েটারের ছেলেকে বিদেশে পড়তে পাঠালেন এলাকাবাসী

ওয়েটারের ছেলেকে পড়াশোনার জন্য বিদেশে পাঠাতে চাঁদা তুলে সহায়তায় এগিয়ে এসেছে এলাকাবাসী। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এলাকাবাসী এই উদ্যোগ নিয়ে ওই শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছে।

Advertisement

ভারতীয় একটি দৈনিক বলছে, মেধাবী রাহুল চৌর নামের ওই শিক্ষার্থীর বাড়ি মহারাষ্ট্র প্রদেশে। তার বাবা মদের দোকানের সামান্য ওয়েটার। মা মারা গেছেন কয়েক বছর আগেই। মেধাবী এই শিক্ষার্থীর বাড়িতে টাকাপয়সার টানাটানি নিত্যদিনের ঘটনা। নিয়মিত কলেজেও পড়তে পারেননি তিনি। ইন্দিরা গান্ধী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন রাহুল।

সেই রাহুল স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব আবারডিনে ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে পড়াশোনার জন্য স্কলারশিপ পেয়েছেন। নাগপুরের বাসিন্দা রাহুল রাজ্য সরকারের ফেলোশিপ পেলেও বিমানের টিকিট আর ভিসার টাকা যোগাড় করতে পারেননি।

এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে ভেবে রাহুল যখন প্রায় হাল ছেড়ে দিয়েছেন, ঠিক তখনই এলাকাবাসী তার সহায়তায় এগিয়ে আসেন। রাহুলের জন্য টাকা জোগাড় করতে নামেন তারা।

Advertisement

এই দলের অন্যতম সদস্য উমাকান্ত কাম্বলে বলেন, নিজেদের চেনাজানা বন্ধু-বান্ধবের কাছে রাহুলের জন্য আবেদন করেন সবাই। ১ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত সাহায্য আসে। সেই টাকায় বিদেশ পাড়ি দিয়েছেন রাহুল।

রাজ্য সরকারের এসসি-এসটি স্কলারশিপের জন্য আবেদন করেছেন তিনি। সেই টাকা এসে গেলে সবার সাহায্য ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন রাহুল।

এসআইএস/এমএস

Advertisement