লাইফস্টাইল

মুরগির মাংসের ঝাল ফ্রেইজি রাঁধবেন যেভাবে

রেস্টুরেন্টে গিয়ে মুরগির মাংসের ঝাল ফ্রেইজি নিশ্চয়ই মজা করে খান? এই সুস্বাদু খাবার ঘরে বসেই তৈরি করতে পারেন। চলুন জেনে নেয়া যাক মুরগির মাংসের ঝাল ফ্রেইজি তৈরির সহজ রেসিপি-

Advertisement

উপকরণ:ছোট করে কাটা মুরগির মাংস ৫০০ গ্রামটমেটো কুচি ১ কাপটমেটো সস আধা কাপচিলি সস ৩ টেবিল চামচলবণ পরিমাণমতোকাঁচা মরিচ ফালি ৪টিরসুন বাটা ১ চা চামচআদা বাটা ২ চা চামচসয়াবিন তেল ১ কাপের চার ভাগের এক ভাগটকদই ৪ টেবিল চামচভাঁজ খোলা পেঁয়াজ ১ কাপমরিচ গুঁড়া ২ চা চামচতেজপাতা ২টিধনেপাতা কুচি পরিমাণমতো।

প্রণালি: কড়াইয়ে তেল গরম করে তেজপাতাসহ সব মসলা দিয়ে কষিয়ে টমেটো কুচি দিন। মুরগির মাংস ও টকদই দিয়ে কষিয়ে পেঁয়াজ দিয়ে ঢেকে হালকা আঁচে দিন। মাংস সিদ্ধ হলে টমেটো সস, চিলি সস, লবণ, কাঁচা মরিচ ফালি, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

এইচএন/জেআইএম

Advertisement