তথ্যপ্রযুক্তি

সফটওয়্যার কেলেঙ্কারি : চাপে ভক্সওয়াগনের প্রধান নির্বাহী

জার্মানভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের প্রধান নির্বাহী মার্টিন উইন্টারকর্ন সফটওয়্যার কেলেঙ্কারির কারণে ব্যাপক চাপের মধ্যে পড়েছেন।এদিকে এ কেলেঙ্কারির কারণে গ্রাহক ও বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদ নিয়ে ঝুঁকির মধ্যে পড়েছেন তিনি। এ ঘটনার পর পরবর্তী করণীয় ঠিক করতে কর্মকর্তাদের নিয়ে একটি মিটিং আহ্বান করেছেন মার্টিন। খবর বিবিসি ও ওয়াল স্ট্রিট জার্নালের।এর আগে যুক্তরাষ্ট্রের পরিবেশ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ইপিএ) ভক্সওয়াগনের গাড়িতে সফটওয়্যার জালিয়াতির কথা জানায়। জার্মানির গাড়ি নির্মাণকারী জায়ান্ট প্রতিষ্ঠানটির কয়েকটি মডেলের গাড়িতে দূষিত পদার্থ নির্গমণের মাত্রা সম্পর্কে ভুল তথ্য দেয়া হয়। ইপিএর এক কর্মকর্তা জানান, ভক্সওয়াগন গাড়ি রাস্তায় চলার সময় জনস্বাস্থ্যের জন্য নিরাপদ মাত্রার চেয়ে প্রায় ৪০ গুণ বেশি দূষিত পদার্থ নির্গমন করে।এর আগে মঙ্গলবার এক ভিডিও বার্তায় উইন্টারকর্ন প্রতিষ্ঠানটির গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বের লাখ লাখ গ্রাহক আমাদের ব্র্যান্ডে আস্থা রেখেছেন। তাদের বিশ্বাস রাখতে না পারার জন্য দুঃখিত।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির এ কেলেঙ্কারির কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে ভক্সওয়াগন। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনজীবীরা ভক্সওয়াগনের এ কেলেঙ্কারি তদন্ত করবেন বলে জানিয়েছেন।এদিকে যুক্তরাষ্ট্রের পরিবেশ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ইপিএ) ভক্সওয়াগনের সফটওয়্যারজনিত জালিয়াতির কথা ঘোষণার পর শুক্রবার থেকে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ৩৫ শতাংশ কমেছে। একইদিনে যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রায় পাঁচ লাখ গাড়ি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।এসআইএস/পিআর

Advertisement