ধর্ম

বিখ্যাত কণ্ঠশিল্পী ইউসুফ মাইমুনের ইন্তেকাল

‘জিসনে মদিনা জানা করলে তাইয়ারিয়া’সহ অসংখ্য জনপ্রিয় ইসলামি সংগীতের গায়ক নন্দিত কণ্ঠশিল্পী ইউসুফ মাইমুন (৬০) পাকিস্তানের করাচিতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

Advertisement

পাকিস্তানে জন্ম নিলেও ইসলামি গানের জন্য ইউসুফ মাইমুন বিশ্বব্যাপী ইসলামি বিনোদন জগতে এক জনপ্রিয় নাম। তার মৃত্যুতে ইসলামি সংগীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ইউসুফ মাইমুন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় ভুগছিলেন। আজ বাদ জোহর করাচির শহিদ মিল্লাত রোডের পাহাড়ি মসজিদে অনুষ্ঠিত হবে।

ইউসুফ মাইমুন ইসলামি অঙ্গনে ‘মুঝে দরপে ফের বুলানা, জিসনে মদিনা জানা করলে তাইয়ারিয় ‘ গানসহ অনেক জনপ্রিয় ইসলামি সংগীত পরিবেশ করে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। মৃত্যুর আগেও তিনি এসব গানগুলো গেয়েছিলেন।

Advertisement

আল্লাহ তাআলা ইসলামি সংস্কৃতির এ কণ্ঠশিল্পীকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/পিআর