দেশজুড়ে

পর্যটক বরণে প্রস্তুত সুন্দরবন ও ষাট গম্বুজ মসজিদ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাগেরহাটে আগত র্পটকদের বরণ করে নেয়ার জন্য পস্তুত রাখা হয়েছে জেলার অন্যতম পর্যটন স্পট সুন্দরবন ও ষাট গম্বুজ মসজিদ। প্রতি বছরের মতো এবারো ঈদ উপলক্ষে বাইরে থেকে আসা হাজার হাজার পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও পর্যটন স্পটগুলোতে অবাধ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব সুন্দরবন বিভাগ ও জেলা প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ। এরই মধ্যে ঈদ উপলক্ষে সুন্দরবনে আশা পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুন্দরবনের পর্যটন স্পটগুলোতে অবাধ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাতিল করা হয়েছে পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বনরক্ষীদের ছুটি। আর ষাট গম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজার, বারাকপুরে অবস্থিত সুন্দরবন রির্সোট সেন্টার, শহরের দশানী পার্ক ও শহরের দড়াটানা নদী সংলগ্ন পৌর পার্কসহ জেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের কছে আকর্ষণীয় করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। ষাট গম্বুজ মসজিদ ও খানজাহান আলীর মাজার এলাকায় পর্যটকদের বিশেষ আকর্ষণ করতে বিভিন্ন আলোকশয্যার ব্যবস্থা করা হয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকায় জেলার গুরুত্বপূর্ণ এসকল পর্যটন স্পটগুলোতে পর্যাপ্ত পর্যটনদের আগমন নিয়ে সংশয় থাকলেও আবহাওয়া বিভাগের মতে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ভারতের আসাম ও তৎসংলগ্ন স্থলভাগের উপর অবস্থান করায় ঈদের দিন বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টিমুখর আবহাওয়ার সাময়িক অবসান হবে। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুর রহমান জানান, ঈদে সুন্দরবনের করমজল, কচিখালী, হিরন পয়েন্ট ও দুবলারচরসহ পর্যটন স্পটগুলোতে আগমন ঘটে হাজার হাজার পর্যটকের। পর্যটকদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা, পর্যটন স্পটগুলোতে অবাধ যাতায়াত নিশ্চিত করা ও চোরা শিকারীদের তৎপরতা বন্ধে পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বনরক্ষীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।বাগেরহাট ষাটগুম্বুজ মসজিদের কাষ্টডিয়ান গোলাম ফেরদৌস জাগো নিউজকে জানান, ঈদ-উল-আযহা উপলক্ষে ষাট গম্বুজ মসজিদে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদ এলাকায় আনসার মোতায়েন করেছে।শওকত আলী বাবু/এসএস/পিআর

Advertisement