বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তঃ জেলা বয়সভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া জেলা। আজ (রোববার) ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রতিযোগিতা শেষ হয়েছে।
Advertisement
কুষ্টিয়া জেলা ৭ স্বর্ণ, ৪ রৌপ্য ও ৪ ব্রোঞ্জ পেয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে। ২ স্বর্ণ, ২ রৌপ্য ও ১ ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ হয়েছে মুন্সিগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম। সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি এমপি।
প্রতিযোগিতায় ২৪টি জেলা হতে ১৬৫ জন খেলোয়াড় বয়স ভিত্তিক ৩টি গ্রুপের ৯টি ইভেন্টে অংশগ্রহণ করেন। ইভেন্টগুলো হচ্ছে- ৫০ মিঃ ব্রেস্ট ষ্ট্রোক, ৫০ মিঃ ব্যাক ষ্ট্রোক, ৫০ মিঃ ফ্রি স্টাইল, ৫০ মিঃ বাটার ফ্লাই, ১০০ মিঃ ব্রেস্ট ষ্ট্রোক, ১০০ মিঃ ব্যাক ষ্ট্রোক, ১০০ মিঃ ফ্রি স্টাইল, ১০০ মিঃ বাটার ফ্লাই, ২০০ মিঃ ইনডিভিজুয়াল মিডেল।
Advertisement
আরআই/এসএএস/জেআইএম