বরিশাল ও পটুয়াখালী জেলার কয়েক হাজার পরিবার বৃহস্পতিবার ঈদ-উল-আযহা উদযাপন করবেন। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরীফের অনুসারী এ সকল মুসলমানরা ইতোমধ্যে তাদের ঈদ উদযাপনের যাবতীয় প্রস্ততি সম্পন্ন করেছেন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী এলাকার সরোয়ার খলিফার বাড়ি, খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমীর দুয়ারী বাড়ির জামে মসজিদে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে ঈদ জামায়াতের। নামাজ আদায় শেষে তারা পশু কোরবানি করবেন। এলাহাবাদ দরবার শরীফের অনুসারী বরিশালের খানপুরা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর সিকদার ও মাধবপাশার আমির দুয়ারী জানান, আজ সৌদি আরবে পবিত্র হজ্ব পালন করা হচ্ছে। বৃহস্পতিবার সেখানে ঈদ-উল-আযহা উদযাপিত হবে। সে অনুযায়ী বাংলাদেশে এলাহাবাদ দরবার শরীফের অনুসারীরা বৃহস্পতিবার ঈদ-উল-আযাহার নামাজ আদায় ও পশু কোরবানি করবেন। পটুয়াখালীর নিশানবাড়িয়া, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা, ও কলাপাড়ার নিশানবাড়িয়া এবং বরিশালের সাগরদী এলাকার দাসকাঠী, টিয়াখালীর চৌধুরী বাড়ি, এলাকার কয়েক শত পরিবার বৃহস্পতিবার ঈদ-উল-আযাহা উদযাপন করার প্রস্ততি নিয়েছেন বলে জানা গেছে।সাইফ আমীন/এসএস/পিআর
Advertisement