অগ্নিদগ্ধ কামাল মোস্তফার পাশে দাঁড়িয়েছে মীরসরাই সমিতি কুয়েত। শনিবার ২৭ অক্টোবর সন্ধ্যায় দেশটির হাসাবিয়া শাহ আমানত হোটেলে দুস্থ কামাল মোস্তফাকে সংগঠনের পক্ষ থেকে বিমানের টিকিট হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
উল্লেখ্য, ২১ আগস্ট ডিউটি শেষে রান্না করার সময় সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হন। কুয়েতের সাবা হাসপাতালের বার্ন ইউনিটে এক মাস চিকিৎসার পর রিলিজ দেওয়া হয়। পোড়ার অংশের ক্ষত পুরোপুরি ঠিক না হওয়ায় চলাফেরা কষ্টকর হয়ে পড়েছে তার।
চিকিৎসক বলছেন, এমতাবস্থায় রোগী পারিবারিক সেবাযত্ন পেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কামাল মোস্তফা চট্টগ্রামের মীরসরাই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
সহযোগিতার সময় উপস্থিত ছিলেন- মীরসরাই সমিতির সভাপতি রহিম উদ্দিন ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা রেদোয়ানসহ সংগঠনের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- রাশেদ চৌধুরী, নিজাম উদ্দিন, সাইফউদ্দিন, মঞ্জুরুল ইসলাম, সাহাবউদ্দিন প্রমুখ।
Advertisement
কামাল মোস্তফা বলেন, পরিবার পরিজন ছেড়ে দূর প্রবাসে এসেছি টাকা উপার্জন করতে। আমার বিপদের সময় দুর্ঘটনার প্রথম দিন থেকে মীরসরাই সমিতির নেতারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে একটি বারের জন্য আমার আপনজনের অভাব বুঝতে দেয়নি। অশেষ কৃতজ্ঞ মহান আল্লাহর দরবারে ও মীরসরাই সমিতির কাছে। প্রবাসীরা যদি এভাবে একে অন্যের বিপদে এগিয়ে আসে তাহলে বিদেশের মাটিতে দুঃখ কষ্ট অনেকটা লাঘব হবে।
এমআরএম/এমএস