ব্রিটিশ যুবরাজ চার্লসকে খুনের পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার মার্ক কলবোর্ন নামের ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।যুবরাজকে খুনের পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে গত বছরের ৩ জুন কলবোর্নকে ব্রিটেনের সাউদাম্পটন থেকে গ্রেফতার করা হয়। এসময় বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। কলবোর্ন চরমপন্থী জিনজার এক্সট্রিমিস্ট নামের একটি সংগঠনের সদস্য। এই সংগঠনের সদস্যরা মনে করে, লাল চুলের ব্যক্তিরা দেশ শাসন করবে। কালো চুলের লোকদের এরা পছন্দ করে না।উদ্ধারকৃত কাগজপত্রে যুবরাজের মাথার চুল কালো হওয়ায় তাকে হত্যা পরিকল্পনার একটি নোটও ছিলো। ওই নোটে কলবোর্ন বলেন, চার্লসের মাথায় একটি বুলেট মারতে চাই। আর এই একটি বুলেটের বিনিময়ে আমি অমার জীবনকেও উৎসর্গ করবো। নোটে আরো বলা হয়, চার্লসের ছেলে হ্যারির চুল লাল। সুতরাং তাকেই রাজা হিসেবে দেখতে চাই।এসআইএস/পিআর
Advertisement