ঈদুল আজহা উপলক্ষে ঈগল মিউজিকের ব্যানারে বাজারে এলো তরুণ কণ্ঠশিল্পী নিষাদের প্রথম একক অ্যালবাম ‘কলমিলতা’। ফোক এবং আধুনিকসহ ভিন্ন স্বাদের গানের সংমিশ্রণে তৈরি এই অ্যালবামটিতে মোট গান রয়েছে ৮টি। এর মধ্যে একটি ডুয়েট গানও রয়েছে, যেখানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন লিসপা লায়লা।অ্যালবামটির গীতিকার হিসেবে রয়েছেন লুৎফর হাসান, সোমেশ্বর অলি, ফিরোজ কবীর ডলার, এস. কে. সমীর ও শহিদুর রহমান। এর মধ্যে ৪ টি গানের সুর করেছেন ফিরোজ কবীর ডলার, ২টি গানের সুর করেছেন লুৎফর হাসান, ১টি গানের সুর করেছেন সমীর এবং ১টি গানের সুর করেছেন প্রয়াত কণ্ঠশিল্পী ওস্তাদ মো. মোজাম্মেল হক। এদিকে সবগুলো গানের সঙ্গীতায়োজন করেছেন এস. কে. সমীর।অ্যালবামটি প্রসঙ্গে জানতে চাইলে নিষাদ বলেন, সঙ্গীত পরিবারে আমার জন্ম। বাবা প্রয়াত কণ্ঠ শিল্পী ওস্তাত মো. মোজাম্মেল হক যার হাত ধরে গানের জগতে মূলত আমার প্রবেশ। গানের প্রতি প্রবল আগ্রহ আর বাবার অনুপ্রেরণায় কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে কণ্ঠ সংঙ্গীতের উপর পড়ালেখা করা। কিন্তু পড়ালেখা শেষ করে দেশে ফেরার পর বাবা না ফেরার দেশে চল যান। তখন পরিবারের তাগিদে সংঙ্গীত হতে দূরত্ব তৈরি হয়।তিনি আরো বলেন, প্রত্যেকটি গান খুব যত্ন সহকারে এবং অনেক সময় নিয়ে করার চেষ্টা করেছি। আশা করি প্রত্যেকটি গান শুনে আপনাদের ভালো লাগবে। তিনি বলেন, এই অ্যালবামটি আমি আমার প্রয়াত বাবাকে উৎসর্গ করছি। ঈদ উপলক্ষে সারা দেশে পাওয়া যাচ্ছে নিষাদের কলমিলতা অ্যালবামটি। এসকেডি/পিআর
Advertisement