বরিশালে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সিটি মেয়র আহসান হাবিব কামাল, সদর আসনের সাবেক এমপি ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসুল্লিরা সেখানে ঈদের নামাজ আদায় করবেন। বরিশালের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা সরফুদ্দিন বেগ জামাতে ইমামতিত্ব করবেন। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে শরীক হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র। অন্যান্য বছরের মতো এবারো বরিশাল বিভাগের সর্ব বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ ময়দানে সকাল ৯ টায়। চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের ইমামতিত্বে এখানে অন্তত ২০ হাজার মুসুল্লি ঈদের জামাত আদায় করবেন বলে জানিয়েছেন সংশ্লষ্টিরা। বিভাগের দ্বিতীয় বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এখানে অন্তত ১০ হাজার মুসুল্লি ঈদ জামাত আদায় করবেন বলে জানিয়েছেন সেখানকার একটি দায়িত্বশীল সূত্র। এছাড়া ঝালকাঠীর কায়েদ সাহেব হুজুরের দরবার শরীফ মাঠে (এনএস কামিল মাদ্রাসা মাঠ) সকাল ৮টায়, পটুয়াখালীর মীর্জাগঞ্জের মরহুম হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরীফে সকাল ৮ টায় এবং বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে ৮ টায় এবং নগরীর গোরস্থান রোড আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলাম মাঠে সকাল ৮ টায় ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বরিশাল নগরীতে দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে জামে কশাই মসজিদে সকাল ৮ টায় প্রথম ও সাড়ে ৯ টায় দ্বিতীয় জামায়াত, জামে এবায়দুল্লাহ মসজিদে সকাল ৮ টায় প্রথম ও সাড়ে ৯ টায় দ্বিতীয়, সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় প্রথম ও সাড়ে ৮ টায় দ্বিতীয়, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় প্রথম ও সাড়ে ৮টায় দ্বিতীয় এবং নূরিয়া স্কুল ইদগাহ মাঠে সকাল ৭ টায় প্রথম ও ৮ টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।এছাড়াও বরিশাল নগরী এবং বিভাগের ৬ জেলায় সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জাতীয় ইমাম সমিতি সূত্র জানিয়েছে। সাইফ আমীন/এসএস/পিআর
Advertisement