দেশজুড়ে

শেখ হাসিনা আইনের শাসনে বিশ্বাস করেন : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা আইনের শাসনে বিশ্বাস করেন। আইন মেনে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনিদের ২০০৯ সালে ফাঁসি দিতে পারতেন। কিন্তু বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার জন্য তিনি একদিকে ধৈর্য ধরছেন অন্যদিকে আইনের বিচারে গেছেন। বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে  দরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচারও আইনের নিজস্ব গতিতে চলছে। আন্তর্জাতিক বিশ্ব সেটা দেখেছে। যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর জাতিসংঘ, আমেরিকা ও সৌদি আরবের বাদশা ওই বিচার বন্ধে চাপ সৃষ্টি করেছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা ন্যায় বিচারের স্বার্থে কোনো চাপের কাছে মাথা নত করেননি। মতিয়া চৌধুরী বলেন, জাতিসংঘ জলবায়ু সংস্থা শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ, সারা পৃথিবীর চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছে। বন্যা, সাইক্লোন ইত্যাদি দুর্যোগে এখন আমরা পৃথিবীর কাছে হাত পাতি না। ২০১০ সালে আইলা হলো, আমরা পৃথিবীর কারো কাছে হাত না পেতে নিজেরাই মোকাবেলা করেছি।কৃষিমন্ত্রী নালিতাবাড়ীর ৮টি ইউনিয়নে প্রায় ১০ হাজার হতদরিদ্রের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন। এ সময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার মেহেদুল করিম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ ড. আব্দুস সালামসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাকিম বাবুল/এসএস/পিআর

Advertisement