দেশজুড়ে

পুলিশের অনুষ্ঠানে ছাত্রলীগের হাতাহাতি

হবিগঞ্জের নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই ছাত্রলীগ নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে বাইরে এসে তারা আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। এ সময় একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়।

Advertisement

শনিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার ও ছাত্রলীগ নেতা দাবিদার শামিনুর মিয়ার সমর্থকদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে। অবশ্য পুলিশ তৎক্ষণাৎ পরিস্থিতি শান্ত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সারাদেশের মতো নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে’র আয়োজন করে থানা পুলিশ। থানার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপি। অনুষ্ঠান চলাকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার ও ছাত্রলীগ নেতা দাবিদার শামিনুর মিয়ার মধ্যে সিটে বসা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদসহ উপস্থিত নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দেন। পরে থানার বাইরে এসে আবারও দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১২-৭৩৫৯) ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা শামিনুর মিয়া বলেন, থানার ভেতরে ঘটনাটি নেতৃবৃন্দ মীমাংসা করে দেন। কিন্তু বাইরে এসে ফয়ছলের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে আমার গাড়ি ভাঙচুর করে।

Advertisement

জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার বলেন, ‘আমি এ হামলার বিষয়ে কিছু জানি না। কে বা কারা হামলা করেছে আমার জানা নেই।’

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, থানার ভেতরের ঘটনাটি সেখানেই মীমাংসা করে দেয়া হয়েছে। বাইরে গাড়ি ভাঙচুরের বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমবিআর/জেআইএম

Advertisement