দেশজুড়ে

নরসিংদী থেকে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার, আটক ২

নরসিংদী থেকে অপহৃত শিশু জিহাদকে (৩)  ঢাকার মিরপুর চিড়িয়াখানা থেকে দুদিন পর উদ্ধার করা হয়েছে। এ সময় র‌্যাব সদস্যরা অপহরণকারীর মূল হোতা মাহফুজুর রহমান (রবিন) ও তার আপন ভাই আল-আমিন রানাকে গ্রেফতার করেছে। র‌্যাব-১১, সিপিএসসি এর এএসপি আলেপ উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে শিশুটিকে উদ্ধার করে। এদিকে, বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতরে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আনোয়ার লতিফ খান সাংবাদিকদের এ তথ্য জানান।র‌্যাব জানায়, নরসিংদী সদর থানার মাছিমপুর (সাহেব প্রতাপ) এলাকার বাসিন্দা আলমগীর ওরফে আলম দীর্ঘদিন ধরে জর্ডান প্রবাসী। তার শিশুপুত্র জিহাদকে নিয়ে তার স্ত্রী গ্রামের বাড়িতে বসবাস করছে। জিহাদের বাবা বিদেশে থাকার সুযোগে অপহরণকারী মাহফুজুর রহমান (রবিন) পপি আক্তার সাথি নামে এক নারীকে স্ত্রী সাজিয়ে ৪ মাস আগে জিহাদের বাসার পাশেই বাসা ভাড়া নেয়। এরপর জিহাদের পরিবারের সঙ্গে সখ্য গড়ে তুলে। এভাবে দীর্ঘ চার মাস তারা শিশুটিকে বসে আনে। এক পর্যায়ে শিশুটি অপহরণকারী রবিন ও সাথিকে বাবা-মা ডাকতে শুরু করে। এরপর অপহরণ করার উদ্দেশ্যে সবার সামনে দিয়ে বেড়ানোর কথা বলে রবিন ও সাথি গত রোববার কৌশলে জিহাদকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারী রবিন জিহাদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একদিন পর রবিন তার বড় ভাই আল-আমিন রানার গাজীপুরের বাসায় শিশুটিকে নিয়ে আশ্রয় নেয়। এ ঘটনায় জিহাদের পরিবার নরসিংদী থানায় একটি জিডি করেন। পরে অপহরণের বিষয়ে জিহাদের পরিবার র‌্যাব-১১ এর কার্যালয়ে এসে অভিযোগ দায়ের করে। মঙ্গলবার অপহৃতের পরিবার বিকাশের মাধ্যমে রবিনকে ২৫ হাজার টাকা পাঠায়। বিকাশ নম্বর ও মোবাইল ফোনের মাধ্যমে র‌্যাব সদস্যারা অপহরণকারীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। মঙ্গলবার বিকেলে রবিন ও তার বড় ভাই রানা অপহৃত জিহাদকে নিয়ে ঢাকার মিরপুর চিড়িয়াখানা বেড়াতে নিয়ে আসে। এ সময় র্যাব সদস্যারা শিশুটিকে উদ্ধার করে ও অপহৃত দুই ভাই রবিন ও রানাকে গ্রেফতার করে।র‌্যাব আরো জানায়, অপহরণকারী ২০ হাজার টাকার চুক্তিতে সাথিকে স্ত্রী সাজিয়ে তার সহযোগিতায় অপহরণের ঘটনাটি ঘটনায়। জিহাদকে অপহরণের পর সাথিকে বিদায় করে দেয়। এরপর থেকে সাথি পলাতক রয়েছেন। র‌্যাব আরো জানায়, অপহরণের ঘটনাটি সু-পরিকল্পিত। জিহাদকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ অপহরণের ঘটনায় জিহাদের চাচা শামসুল হক বাদি হয়ে নরসিংদী থানায় মামলা দায়ের করবে। হোসেন চিশতী সিপলু/এসএস/পিআর

Advertisement