জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির ইতিহাস আছে। কিন্তু অপসংস্কৃতির আগ্রাসনে সুস্থ সংস্কৃতি এখন বিপর্যয়ের মুখে পড়েছে।
Advertisement
শনিবার (২৬ অক্টোবর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টি ও জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তাই সব ক্ষেত্রেই জাতীয় পার্টিকে কাজ করতে হবে। দেশের ঐতিহ্যের সংস্কৃতিকে এগিয়ে নিতে জাতীয় সাংস্কৃতিক পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টি এখন রাজনীতির মাঠে সক্রিয়। প্রতিদিনই দেশের ইতিবাচক রাজনীতিতে ভূমিকা রাখছে জাতীয় পার্টি। দেশের মানুষ তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে। প্রত্যাশা পূরণে সাধারণ মানুষ জাতীয় পার্টির ওপরই ভরসা রাখছে।
Advertisement
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, প্রাক্তন সৈনিক পার্টির সাবেক সভাপতি নিজাম উদ্দিন সরকার, আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমুল খান।
এছাড়া আরও উপস্থিত ছিলেনে দলের যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, যুগ্ম দফতর সম্পাদক রাজ্জাক খান, সাংস্কৃতিক পার্টির নেতৃবৃন্দের মধ্যে ফেরদৌস মনির, সাইফুল ইসলাম শোভন, দেলোয়ার হোসেন, জহিরুল ইসলাম মিন্টু, রবিউল ইসলাম রিপন, সাজিউল ইসলাম রকি, তামান্না হক, হৃদয় খান, আমির খান। জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. আবু তাহের খান, মো. জুয়েল, মো. নজরুল ইসলাম, মো. মোজাম্মেল হক, মো. আশরাফ, মো. আবুল কালাম, মো. দুলাল হোসেন, মো. খলিলুর রহমান, মো. শাহজাহান, মো. শামসুল হক, মো. মতিন, মো. আবু তালেব প্রমুখ।
এইউএ/এএইচ/জেআইএম
Advertisement