রূপগঞ্জে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় একটি তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানার শ্রমিকদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বুধবার দুপুরে আদর্শ এন্টারপ্রাইজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে খাদুন এলাকার চেরাগ আলীর মালিকানাধীন আদর্শ এন্টারপ্রাইজ নামে একটি তুলা কারখানায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে হঠাৎ করে আগুন লেগে যায়। এক পর্যায়ে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখা প্রায় ৫০ থেকে ৬০ ফুট উঁচুতে উঠে যায়। আগুন আতঙ্কে আশ-পাশের লোকজন ছুটাছুটি করতে শুরু করেন। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হক্ষম হন। ততক্ষণে কারখানায় থাকা তুলা ও মেশিনারিজসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানার মালিক চেরাগ আলী দাবি করেন। এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রশিদ বলেন, বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এছাড়া সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। মীর আব্দুল আলীম/এসএস/পিআর
Advertisement