দুর্নীতির দায়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হৃদ রোগে আক্রান্ত হয়েছেন। শনিবার পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মীর দাবি করেছেন, লাহোরের একটি হাসপাতালে নেয়া হয়েছে নওয়াজ শরিফকে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়।
Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় হামিদ মীর বলেন, লাহোরের সার্ভিসেস হাসপাতালে হৃদ রোগের চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। চিকিৎসকরা বলেছেন, এই হার্ট অ্যাটাকে তিনি বেঁচে গেলেও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্বাস্থ্য ক্রমান্বয়ে অবনতি হচ্ছে। রক্তে প্লাটিলেটের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চলতি সপ্তাহে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে, শুক্রবার চিকিৎসার জন্য সাবেক এই পাক প্রধানমন্ত্রীকে চৌধুরী সুগার মিলের মামলায় জামিন মঞ্জুর করেন লাহোরের হাইকোর্ট। আদালতের আদেশে বলা হয়, চৌধুরী সুগার মিল দুর্নীতি মামলায় জামিনে মুক্তির জন্য ১০ মিলিয়ন পাকিস্তানি রুপির দুটি বন্ডে স্বাক্ষর করেন নওয়াজ শরিফ।
Advertisement
এসআইএস/এমকেএইচ