বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ভিসা বাতিলের আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। এর আগে ভারতের একটি এনজিও তসলিমার ভিসা বাতিলের আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করে। মঙ্গলবার দেশটির প্রধান বিচারপতি জি রোহিনীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আবেদন খারিজ করে দিয়েছে।ভারতের অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যান্ডস সোস্যাল জাস্টিস ফ্রন্ট নামের ওই এনজিও তসলিমার ভিসা বাতিলের আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা করেছিল। মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন নিজের জীবনের ওপর ভিত্তি করে `নির্বাসিত` নামে একটি বাংলা চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখেছেন। এক্ষেত্রে কোনো বিদেশি নাগরিকের চলচ্চিত্রের স্ক্রিপ্ট তৈরিতে দেশটির আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়।ভিসা বাতিলের এই মামলায় জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু না থাকায় মঙ্গলবার শুনানি শেষে দিল্লি হাইকোর্ট তা বাতিল করে দেয়। এসআইএস/পিআর
Advertisement