প্রথমবারের মতো পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে জুমআর নামাজের ইমামতি করলেন নতুন দুই খতিব শায়খ ড. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ এবং শায়খ ড. আহমাদ ইবনে তালিব ইবনে হামিদ হাফিজাহুল্লাহুমা।
Advertisement
দীর্ঘ দিন ধরে তারা উভয়ে মসজদি হারাম ও মসজিদে নববিতে ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
গত ২৫ অক্টোবর মোতাবেক ২৬ সফর ১৪৪১ হি. শুক্রবার তারা উভয়ে প্রথম বারের মতো জুমআর নামাজের খোতবা প্রদান করেন এবং ইমাম হিসেবে নামাজ পড়ান। তারা উভয়ে জুমআ নামাজে সুরা আলা এবং সুরা গাশিয়াহ তেলাওয়াত করেন।
হারামাইন আশ-শারিফাইনের দুই খতিবই তাদের প্রথম জুমআর খোতবায় তাকওয়া এবং মুসলিম উম্মাহর দিক-নির্দেশনামূলক নসিহত তুলে ধরেন। দ্বিতীয় খোতবায় বিশেষ দোয়া করেন।
Advertisement
উল্লেখ্য যে গত ১৩ অক্টোবর এক রাজকীয় ফরমানের মাধ্যমে তারা দুই পবিত্র মসজিদের খতিবের দায়িত্ব লাভ করেন।
এমএমএস/এমএস