ভারত এবং চীনের পর্যটক, ব্যবসায়ী ও শিল্পপতিদের ব্রাজিলে যেতে আর ভিসা করতে হবে না। ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো ভারতীয় ও চীনা নাগরিকদের জন্য ভিসা ছাড়াই দেশটিতে ভ্রমণের এ ঘোষণা দিয়েছেন।
Advertisement
চলতি বছরের শুরুতে ক্ষমতায় আসার পরপরই প্রেসিডেন্ট বোলসোনারো ঘোষণা দিয়েছিলেন, ব্রাজিলে ভ্রমণের জন্য বিভিন্ন দেশের পর্যটক, ব্যবসায়ী, শিল্পপতিদের ভিসা ছাড়া দেশটিতে যাওয়ার সুবিধা দেবেন যাতে করে তাদের ভোগন্তি পোহাতে না হয়।
তারপর বছরের শুরু থেকেই উন্নত দেশগুলোর নাগরিকদের জন্য ব্রাজিল ভ্রমণে ভিসা প্রথা তুলে দেয়ার প্রক্রিয়া শুরু করে তার সরকার। প্রথমে সেই সুবিধা দেয়া হয় যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও অস্ট্রেলিয়ার পর্যটক ও ব্যবসায়ী, শিল্পপতিরা।
তারপর তিনি শুধু উন্নত দেশ নয় উন্নয়নশীল দেশগুলোর জন্য এমন সুবিধা দেয়ার প্রক্রিয়া শুরু করে। যার ফওলে ভারত ও চীনের নাগরিকরা এমন সুযোগ পেলেন। আগামীতে আরও বেশ কিছু দেশকে ভিসা ছাড়াই ব্রাজিল ভ্রমণের সুযোগ দেয়া হবে বলে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বোলসোনারো।
Advertisement
এসএ/এমকেএইচ