ভারতের দুই রাজ্য মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে হরিয়ানায় অল্পের জন্য ধাক্কা খেতে হলো ক্ষমতাসীন দল বিজেপিকে। ওই রাজ্যে ৪০টি আসনে জয়লাভ করেছে বিজেপি। তবে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেখানে সরকার গঠনের জন্য তাদের আর মাত্র ছয়টি আসনে জয়ী হওয়া প্রয়োজন ছিল।
Advertisement
অপরদিকে, শিব সেনার সঙ্গে জোট বেধে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে জয়ী হয়েছে তারা। যদিও ওই রাজ্যের ১৫টি আসন হারিয়েছে বিজেপি। মহারাষ্ট্রে মোট ২৮৮ আসনে বিজেপি ১৬২, কংগ্রেস ১০৪, এমএনএস ১ এবং অন্যান্যরা ২১ আসনে জয়ী হয়েছে। অর্থাৎ বিজেপি-শিবসেনার জোটই সরকার গঠন করবে মহারাষ্ট্রে।
অন্যদিকে হরিয়ানার মোট ৯০ আসনের মধ্যে বিজেপি ৪০, কংগ্রেস ৩১, জেজেপি ১০, আইএনএলডি ১ এবং অন্যান্যরা ৮ আসনে জয়ী হয়েছে। অর্থাৎ হরিয়ানায় জেজেপির ওপরই অনেক কিছু নির্ভর করছে। সেখানে জেজেপির দিকে তাকিয়ে আছে কংগ্রেস এবং বিজেপি।
দুই রাজ্যেই বিজেপির ভোটের ইস্যু ছিল কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিল ও জাতীয়তাবাদ। কংগ্রেসের ইস্যু ছিল বেকারত্ব, দেশের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো। তবে নিজেদের নির্বাচনী ইস্যুতে এবার ভোটারদের সেভাবে দলে টানতে পারেনি বিজেপি।
Advertisement
মহারাষ্ট্রে জয় পেলেও সেটা আশানুরূপ নয়। অপরদিকে হরিয়ানায় বিজেপির অবস্থান মোটেও ভালো নয়। সেখানেও সরকার গড়তে পারবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে। জেজেপি কাদের সঙ্গে জোট গঠন করবে সে পর্যন্ত অপেক্ষাই করতে হচ্ছে।
টিটিএন/এমএস