আন্তর্জাতিক

সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানকে কঠোর হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ভারত ও পাকিস্তান সম্মতি জানালে দু'দেশের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও যুক্তরাষ্ট্রের তরফ থেকে বেশ কয়েকবার দু'দেশের মধ্যে মধ্যস্ততার প্রস্তাব দেয়া হয়।

Advertisement

যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, ভারতের সঙ্গে জম্মু ও কাশ্মীর নিয়ে শান্তি আলোচনার জন্য পাকিস্তানের উচিত সবার আগে সন্ত্রাসের বিরুদ্ধে টেকসই ও অপরিবর্তনীয় পদক্ষেপ গ্রহণ করা। ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদি এবং ইমরান খানের সঙ্গে তার বৈঠকে জম্মু ও কাশ্মীর নিয়ে সরাসরি আলোচনা করেছেন।

এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, উভয় দেশই যদি সম্মতি দেয় তবে তিনি (ট্রাম্প) অবশ্যই মধ্যস্থতার ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তবে বরাবরই এ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে ভারত।

Advertisement

ওই মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি পরিবেশকে উৎসাহিত করতে চায় যা গঠনমূলক সংলাপের সুযোগ তৈরি করে, এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অপরিবর্তনীয় ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দু'দেশের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক আলোচনা করা উচিত বলে মনে করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টকে যদি উভয় দেশের মধ্যে মধ্যস্থতা করতে বলা হয়, তবে সমাধানের সুবিধার্থে তিনি সে বিষয়ে আগ্রহী বলেও উল্লেখ করা হয়েছে।

টিটিএন/এমএস

Advertisement