দেশজুড়ে

চালের জন্য জীবন গেল ৩ নারীর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভিজিএফ কার্ডের চাল আনতে গিয়ে বাসচাপায় শামছুন্নাহার বেগম (৪২), আজিজা বেগম (৪৫) ও আছিয়া বেগম (৪৫) নামে তিন নারী নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার গোগদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামছুন্নাহার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের বাছির মিয়ার স্ত্রী ও আজিজা বেগম একই গ্রামের আবদুল জালালের স্ত্রী এবং আছিয়া বেগম (৪৫) নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত মতি মিয়ার স্ত্রী। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে শামছুন্নাহার, আজিজা ও আছিয়া ভিজিএফ কার্ডের চাল আনতে নিজ বাড়ি থেকে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার গোগদ নামক স্থানে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিন নারী মারা যান। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা হয়নি।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

Advertisement