ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকের ম্যাসেঞ্জারে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকে করায় ডিজিটাল আইনে দায়ের করা মামলায় আটক বিপ্লব চন্দ্র শুভ, শরীফ শাকিল ও ঈমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ভোলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ছানাউল্লাহ হকের আদালত তাদের তিনজনের ৩ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বোরহানউদ্দিন থানার এসআই মুয়াইমিনুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বিপ্লব চন্দ্র শুভর ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.) ও বিবি ফাতেমাকে (র.) নিয়ে আপত্তিকর পোস্ট ও ম্যাসেঞ্জারের মাধ্যমে কয়েকজনকে পাঠানো হয়। ওই দিন সন্ধ্যায় বিপ্লব তার আইডি হ্যাক হয়েছে বলে বোরহানউদ্দিন থানায় ডিজি করতে গেলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখে। পরে তার দেয়া তথ্য ও কল ট্র্যাকিংয়ের মাধ্যমে শরীফ ও ঈমনকে গ্রেফতার করা হয়। তাদের তিনজনের বিরুদ্ধেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
Advertisement
জুয়েল সাহা বিকাশ/এমবিআর/পিআর