জম্মু-কাশ্মিরে ভারতের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই হেলিকপ্টারে নয়জন আরোহী ছিলেন। এদের মধ্যে উত্তরাঞ্চলের সেনাবাহিনীর কমান্ডার রনবীর সিংও ছিলেন।
Advertisement
জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার মান্দি এলাকায় জরুরি অবতরণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওই বিমানটিতে দুজন পাইলট ছিলেন। এছাড়া এতে সেনা কমান্ডার লে. জেনারেল রনবীর সিংসহ সাত ক্রু সদস্য ছিলেন।
টিটিএন/এমকেএইচ
Advertisement