মেক্সিকোর দক্ষিণাঞ্চলে দুটি গ্রুপের গোলাগুলিতে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এই গোলাগুলিতে উচ্চক্ষমতা সম্পন্ন অস্ত্রের ব্যবহার হয়েছে। ওই এলাকায় বেশ কয়েকটি গ্রুপ মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। মাদক চোরাচালানের রুট নিয়ন্ত্রণের জন্য প্রায়ই এই গ্রুপগুলোর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।
Advertisement
স্থানীয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গুরেরো প্রদেশের প্রত্যন্ত এলাকায় বুধবার এই গোলাগুলির ঘটনা ঘটেছে। নিহতরা স্থানীয় সংঘবদ্ধ অপরাধী গ্রুপ লস রোজোসের অনুসারী। এই গ্রুপের প্রধান জেনেন নাভা স্যাঞ্চেজ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে।
লস রোজোসের সঙ্গে প্রতিদ্বন্দ্বী একটি গ্রুপের মাঝে আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই দুই গ্রুপের কয়েক বছরের সংঘর্ষে এক হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।
বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে অন্তত ৫০টি বুলেটের খোসা সংগ্রহ করেছেন; যেগুলো একে-৪৭ অ্যাসল্ট রাইফেলে ব্যবহার করা হয়।
Advertisement
গত মাসে ওই প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর বন্দুকধারীদের হামলায় এক সেনাসদস্যসহ অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে।
সূত্র : এএফপি।
এসআইএস/এমকেএইচ
Advertisement