বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মাঠে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের প্রভাব পড়ছে ফিফা র্যাংকিংয়েও। আজ (বৃহস্পতিবার) ঘোষিত সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়েছে ৩ ধাপ। ১৮৭ নম্বর থেকে বাংলাদেশ এখন ১৮৪ নম্বরে।
Advertisement
বাংলাদেশ র্যাংকিংয়ে এগুলেও পিছিয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দল ভারত। সর্বশেষ র্যাংকিংয়ে ভারত দুই ধাপ পিছিয়ে ১০৬ নম্বরে। সেপ্টেম্বরে ১০৪ নম্বরে ছিল তারা।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে মালদ্বীপ এক ধাপ পিছিয়ে ১৫৪ নম্বরে, নেপাল ৬ ধাপ পিছিয়ে ১৬৭ নম্বরে, ভুটান চার ধাপ পিছিয়ে ১৮৯ নম্বরে,পাকিস্তান দুই ধাপ এগিয়ে ২০২ নম্বরে এবং শ্রীলংকা এক ধাপ নেমে ২০৩ নম্বরে অবস্থান করছে।
সর্বশেষ র্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ চার দলের অবস্থান অপরিবর্তিত আছে। এক নম্বরে বেলজিয়া, দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল এবং চারে ইংল্যান্ড। আর্জেন্টিনা এক ধাপ এগিয়েছে। ১০ থেকে এগিয়ে ৯ নম্বরে এখন মেসিরা।
Advertisement
আরআই/এসএএস/জেআইএম