আন্তর্জাতিক

ব্যবসায়ে অনুকূল পরিবেশ, ১৪ ধাপ এগিয়েছে ভারত

ভারতে ব্যবসা শুরু করা এবং নির্বিঘ্নে চালিয়ে নেয়া বিগত বছরগুলোর চেয়ে অনেকটাই সহজ হয়েছে। ফলে বিশ্ব ব্যাংকের দেওয়া ১৯০টি দেশের তালিকায় ভারত গত এক বছরে ১৪ ধাপ ওপরে উঠে এসেছে।

Advertisement

ভারত বর্তমানে এই তালিকার ৬৩তম স্থানে রয়েছে। আর এ ব্যাপারে গত এক বছরে সবচেয়ে অগ্রগতি ঘটেছে সৌদি আরবে। এই তালিকায় পাকিস্তানের নাম রয়েছে তালিকায় ১০৮ নম্বরে।

ব্যবসায়ে আরামদায়ক পরিস্থিতি শীর্ষক বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ওই তালিকায় দেখা গেছে, ভারতে ব্যবসার পরিবেশ আগের চেয়ে আরও সহজ হয়েছে। তবে এতেও সন্তুষ্ট নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ তিনি ভারতকে এই তালিকায় প্রথম ৫০টি দেশের মধ্যে আনতে চান।

বিশ্ব ব্যাংকের গত বছরের রিপোর্টে ১৯০টি দেশের তালিকায় ভারত ছিল ৭৭ নম্বরে। তার আগের বছরে অর্থাৎ ২০১৭ সালে এই তালিকায় ভারত ছিল ১০০ নম্বরে।

Advertisement

ব্যবসা করাটা আগের চেয়ে সহজ হয়েছে, এই নিরিখে বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক রিপোর্টে ভারতসহ দশটি দেশের অর্থনীতির প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, এ ব্যাপারে ভারতসহ ওই দশটি দেশের অর্থনীতি উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পেরেছে। এই দেশগুলোর তালিকায় ভারত রয়েছে নবম অবস্থানে। সৌদি আরবের নামটি রয়েছে সবার শীর্ষে। এই তালিকায় প্রথম ছয়টি দেশের মধ্যেই রয়েছে পাকিস্তান।

বিশ্ব ব্যাংকের এই প্রতিবেদনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিরও প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, এই কর্মসূচি উল্লেখযোগ্য ভাবে ভারতে বিদেশি বিনিয়োগ টানতে পেরেছে। বেসরকারি উদ্যোগকেও এগিয়ে যেতে সাহায্য করেছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ সালে মোদি সরকার জানিয়েছিল, পাঁচ বছরের মধ্যে এই তালিকায় ভারতকে ৫০টি দেশের মধ্যে নিয়ে আসতে হবে। কর দেওয়ার নিয়মকানুন শিথিল করে, সীমান্ত বাণিজ্যের প্রসার ঘটিয়ে ভারত সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে যেতে পেরেছে বলে উল্লেখ করা হয়েছে।

টিটিএন/জেআইএম

Advertisement