শেষ পর্যন্ত নিষিদ্ধ হতে হলো চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তাকে। বিপজ্জনক আচরণের দায়ে তিন ম্যাচের জন্য কস্তাকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।শনিবার আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে স্প্যানিয়ার্ড কস্তার আচরণ প্রশ্নবিদ্ধ হয়। আর্সেনালের গ্যাব্রিয়েল পাউলিস্তার সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ার আগে আরেক ডিফেন্ডার কোসাইনলির মুখে হাত দিয়ে আঘাত করেন। এই ঘটনাটি ম্যাচ অফিসিয়ালদের দৃষ্টি এড়িয়ে যায়। তবে ভিডিওতে ধরা পড়ে কস্তার এই কাণ্ড। মঙ্গলবার তারই শুনানিতে দোষী প্রমাণিত হন তিনি। এফএ তাদের ওয়েব সাইটে একটি বিবৃতিতে জানিয়েছে, "চেলসি ফরোয়ার্ডকে তাই তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। খেলোয়াড় এই অভিযোগ অস্বীকার করে। কিন্তু শনিবারের খেলার ৪৩ মিনিটের সময় লরেন্ত কসিয়েনলির সাথে একটি ঘটনা ঘটানো হয়।"নিষিদ্ধ হওয়ায় কস্তা ইংলিশ চ্যাম্পিয়নদের হয়ে লিগ কাপ ম্যাচে ওয়ালস্যাল এবং প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ও সাউথ্যাম্পটনের বিপক্ষে খেলতে পারবেন না কস্তা।এমআর/এমএস
Advertisement