ভ্রমণ

সড়কপথে ১ লাখ কিলোমিটার ভ্রমণে প্রথম বাংলাদেশি

প্রথম বাংলাদেশি হিসেবে সড়কপথে ১ লাখ কিলোমিটার ভ্রমণের গৌরব অর্জন করেছেন বিশ্ব পর্যটক তানভীর অপু। বাংলাদেশের এ কৃতি সন্তান এ পর্যন্ত ৬৮টি দেশের ৭১৫টি শহর ভ্রমণ করেছেন। বর্তমানে বসবাস করছেন ফিনল্যান্ডে। তিনি সড়কপথেই এতগুলো শহর ভ্রমণ করেন।

Advertisement

তানভীর অপু জানান, ২০০৬ সালে তিনি জার্মানি, বেলজিয়াম, হল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, লিথেনেস্টাইন ও চেক রিপাবলিকের ১০ হাজার কিলোমিটার ভ্রমণ করেন।

২০০৮ সালে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়ার ৭ হাজার কিলোমিটার ভ্রমণ করেন। একই বছর ল্যাপল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন ও নরওয়ের ৬ হাজার কিলোমিটার ভ্রমণ করেন। এছাড়া মিশরের কায়রো, আলেকজান্দ্রিয়া, আবু সিম্বল ১১ দিনে ৫ হাজার মিটার ভ্রমণ করেন। সে বছর ইসরায়েল ও ফিলিস্তিনের ২ হাজার কিলোমিটার ভ্রমণ করেন।

২০১৪ সালে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, ইউক্রেন, মালডোভা, মন্টিনিগ্রো, সার্বিয়া, গ্রিস, আলবেনিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, বসনিয়া, কসোভোর ১২ হাজার কিলোমিটার ভ্রমণ করেন। একই বছর অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, ক্যানবেরার ৩ হাজার কিলোমিটার ভ্রমণ করেন।

Advertisement

২০১৭ সালে ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যাণ্ডের ৫ হাজার কিলোমিটার ভ্রমণ করেন। এর পরের বছর আমেরিকার ৩০টি রাজ্যে ৩৫ হাজার কিলোমিটার ভ্রমণ করেন।

২০১৯ সালে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ের ৬ হাজার কিলোমিটার ভ্রমণ করেন। একই বছর পাঞ্জাব, মানালি, দিল্লি ও কুল্লুর ৫ হাজার কিলোমিটার ভ্রমণ করেন।

তানভীর অপু জাগো নিউজকে বলেন, ‘প্রথম বাংলাদেশি হিসেবে আমিই সড়কপথে ১ লাখ কিলোমিটার ভ্রমণ করেছি। একই দেশে বা শহরে একাধিকবার ভ্রমণ করেছি। যে শহরটি ভালো লেগেছে, সেখানে মনের টানে আবারও ছুটে গিয়েছি। ভবিষ্যতে আরও ভ্রমণ করার ইচ্ছা আছে।’

এসইউ/পিআর

Advertisement