রাজনীতি

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি এরশাদের

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ৫ দিনের সফরে রংপুর এসে নিজের ‘পল্লী নিবাস’ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।তিনি অভিযোগ করে বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরও সরকার বলছে সব ঠিক আছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কারা জড়িত সরকার তা জানে। তাই আন্দোলন করে কোনো লাভ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।তিনি আরো বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেয়া উচিত যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের কাজ করতে সাহস না পায়। সমাজের সর্বস্তরে যে অবক্ষয় শুরু হয়েছে তা প্রতিরোধ করতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।এ সময় উপস্থিত ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিএম কাদের, রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব সাবেক এমপি ও এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আছিফ, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির প্রমুখ।এসএস/এমএস

Advertisement