একের পর এক পরিবর্তন আসছে ভারতের আসাম রাজ্যে। মাত্র কিছুদিন আগেই সেখানে নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশ করা হয়েছে। এতে প্রায় ১৯ লাখ মানুষের নাম বাদ পড়েছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ। এবার জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে নজিরবিহীন পদক্ষেপ আনছে আসাম সরকার।
Advertisement
মঙ্গলবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্ত্রিসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। মিলবে না সরকারি চাকরিও। এমনকি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না দুইয়ের বেশি সন্তানের বাবা-মায়েরা।
আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তা বাস্তবায়ন করা হয়নি। তবে এবার ২০২১ সালের ১ জানুয়ারি থেকেই তা কার্যকর হবে বলে জানানো হয়েছে। ২০১৭ সালে জনসংখ্যা নিয়ে একটি খসড়া তৈরি করা হয়।
সে সময়ই এ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। আসামের শিল্পমন্ত্রী মোহন পাটওয়ারি জানান, জনসংখ্যা কমাতেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে, ইতোমধ্যেই এ বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
Advertisement
টিটিএন/এমকেএইচ