জাতীয়

ভোলার ঘটনায় উদ্বিগ্ন মানবাধিকার কমিশন

ফেসবুক হ্যাক করে একটি বিভ্রান্তিকর পোস্টের সূত্র ধরে রোববার ভোলার বোরহানউদ্দিনে ৪ জনের মৃত্যুর ঘটনা অনভিপ্রেত উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।

Advertisement

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, এ ঘটনায় ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করা হয়েছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মানবাধিকার কমিশন।

কমিশন চেয়ারম্যান এ ঘটনার পরিকল্পনায় জড়িত প্রকৃত দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আহ্বান জানিয়েছেন।

Advertisement

জেইউ/এসএইচএস/এমএস