সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। দুই বছরের জন্য তাদের এই নিয়োগ দিয়ে রোববার (২০ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
Advertisement
৯ জন অতিরিক্ত বিচারপতির মধ্যে তিনজন জেলা জজ, তিনজন সুপ্রিম কোর্টের আইনজীবী, দুইজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও একজন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল রয়েছেন।
সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়োগ দিয়েছেন বলে আদেশে জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত বিচারপতিরা হলেন-অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত জেলা ও দায়রা জজ মুহম্মদ মহবুব-উল ইসলাম ও শাহেদ নূরউদ্দিন এবং স্পেশাল জজ-৫ (জেলা জজ) ড. মো. আখতারুজ্জামান।
Advertisement
সুপ্রিম কোর্টের আইনজীবী (অ্যাডভোকেট) মো. মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন ও এ কে এম জাহিরুল হক অতিরিক্ত বিচারপতি নিয়োগ পেয়েছেন।
এ ছাড়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার ও কাজী জিনাত হক অতিরিক্ত বিচারপতি হয়েছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনও অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
এ নিয়োগ শপথ নেয়ার তারিখ থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
আরএমএম/এফএইচ/এমএআর/এসআর/পিআর
Advertisement