নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২৬৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর থেকে শনিবার (১৯ অক্টোবর) দুপুর পর্যন্ত নৌ পুলিশের বিভিন্ন ইউনিট এ অভিযান চালায়।
Advertisement
শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নৌ পুলিশ জানায়, আটকদের হেফাজত থেকে ৯৩ লাখ ২৪ হাজার ১৫০ মিটার জাল, ৪০টি নৌকা ও ৩ হাজার ৭৫৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। নিয়মিত মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে।
সারা দেশে নৌ পুলিশের ১১৬টি থানা ও কেন্দ্র রয়েছে। নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌ পুলিশ।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।
Advertisement
এআর/এমএসএইচ