দেশজুড়ে

জাজিরায় মা ইলিশ ধরায় ৩৮ জেলে আটক

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদী থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ করায় ৩৮ জন জেলেকে আটক করেছে র‌্যাব। এ সময় আটকদের কাছ থেকে ১৫০ কেজি মা ইলিশ ও দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Advertisement

অভিযান পরিচালনা করেন র‌্যাব-৮ (সিপিসি-৩) এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল হকসহ র‌্যাবের একটি দল।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক আটক জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতে জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

অন্যদিকে শুক্রবার রাত ৯টার দিকে মা ইলিশ বহনের দায়ে পাঁচ নারীসহ ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুর রহমান শেখ।

Advertisement

ছগির হোসেন/আরএআর/জেআইএম