থাইল্যান্ডের রাজাকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে বিশ্বের অন্যতম প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমসের মঙ্গলবারের সংস্করণ ছাপাতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির একটি কোম্পানি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পত্রিকাটি জানিয়েছে, ওই কোম্পানিটি রাজাকে নিয়ে সংবাদটি ছাপানোকে খুবই স্পর্শকাতর বিবেচনা করেছে। এছাড়া ওই প্রতিবেদনে রাজা ভুমিবল আদুল ইয়াদেজের মৃত্যুর পর রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়েছিল।থাই রাজার বয়স ৮৭ বছর এবং তার স্বাস্থ্য এখন খুবই খারাপ পর্যায়ে রয়েছে। রাজতন্ত্র নিয়ে যেকোনো বির্তক সীমিত করে থাইল্যান্ডে কঠোর আইন রয়েছে।গত বছর সেনাবাহিনী থাইল্যান্ডের ক্ষমতা নেয়ার পর এই আইন এখন আরো কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।এর আগে দেশটির প্রিন্স ভাজিরা লঙ্করনের ব্যক্তিগত বিষয়ে সংবাদ প্রকাশের জেরে যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মেইল বন্ধ করে দেয়। দেশটিতে রাজার পরিবার নিয়ে সংবাদ প্রকাশ করাকে অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে দেখা হয়ে থাকে।এছাড়া গত সপ্তাহে দেশটিতে প্রভিট রোজানাফ্রুত নামে একজন সাংবাদিক গ্রেফতার করা হয়। পরে তাকে সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দুদিন জিজ্ঞাসাবাদ করা হয়।এসআইএস/আরআইপি
Advertisement