দেশজুড়ে

গাজীপুরে ২টি অবৈধ পশুর হাট উচ্ছেদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর সদর উপজেলার অবৈধভাবে স্থাপিত দুটি পশুর হাট উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সদর উপজেলার শিশিরচালা এলাকায় কোয়ালিটি ফিড নামে একটি পশু খাদ্য তৈরির কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম জাগো নিউজকে জানান, গাজীপুর সদরের রাজেন্দ্রপুর আরপি গেইটের সামনে এবং ভাওয়াল মির্জাপুর এলাকার বিডি ফুড কারখানার সামনে অবৈধভাবে বসানো দুটি পশুর হাটকে উচ্ছেদ করা হয়। এসময় দুটি বাজারের রাজেন্দ্রপুর আরপি গেইট এলাকার আবুল হাসেম ও ভাওয়াল মির্জাপুর বিডি ফুড এলাকার গনি মিয়াকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এছাড়া পশু খাদ্য প্যাকেটের গায়ে খুচরা মূল্য, মেয়াদ উত্তীর্ণ তারিখ, গুণগতমান সনদ ও কেমিক্যাল টেস্ট সার্টিফিকেট না থাকায় সদর উপজেলার শিশিরচালা এলাকার কোয়ালিটি ফিড মিল কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অভিযানকালে সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতায় ছিলেন।                    মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি

Advertisement