হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে শুক্রবার (১৮ অক্টোবর) সাথী আক্তার নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর অপর দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
Advertisement
সাথী উচাইল চারিনাও গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
শিশুটির পরিবারের সদস্যরা বলছেন, শুক্রবার বিকেলে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান। এর কিছুক্ষণ পর শিশুরা পেটে ব্যথা অনুভব করে কান্নাকাটি ও বমি শুরু করে। সন্ধ্যায় তাদের আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক সাথী আক্তারকে মৃত ঘোষণা করেন।
তবে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হায়দার আলী বলেন, ‘শিশুটি খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। তবে ময়নাতদন্ত ছাড়া পরিষ্কারভাবে বলা যাবে না শিশুটি কীভাবে মারা গেছে।’
Advertisement
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর