জাতীয়

তাজরিন দুর্ঘটনা : আশ্বাস পূরণ করেনি কোনো প্রতিষ্ঠান

তাজরিন দুর্ঘটনার ৭ বছর হয়েছে অথচ আশ্বাস দিলেও ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসেনি কোনো প্রতিষ্ঠান। এমন অভিযোগ করেছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

Advertisement

শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত তাজরিন ফ্যাশন লিমিটেডের আহত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়া এবং ১১৩ জন শ্রমিক হত্যাকারী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তাজরীন ফ্যাশনের ১১৩ জন শ্রমিক নিহত হন। বহু শ্রমিক আহত হয়েছেন। ওইসময় প্রধানমন্ত্রী, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয়, ব্যাংক, বীমা, এনজিওসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান সাহায্য-সহযোগিতার আশ্বাস দেয়। কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পাননি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা বহুবার বিভিন্ন প্রতিষ্ঠানে ধরনা দিয়েছি। কেউ আমাদের কোনো ধরনের সাহায্য-সহযোগিতা করেনি। মুখরোচক শিরোনামের জন্য মিডিয়ায় ঘোষণা দিলেও বাস্তবে তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। বর্তমানে বহু শ্রমিক পঙ্গত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তাদের সার্বিক সহেযাগিতা করা খুবই প্রয়োজন।

Advertisement

আয়োজক সংগঠনের আহ্বায়ক বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোস্তফা, শ্রমিক নেতা শামীম আহমেদ, জাগো বাংলদেশ শিশু-কিশোর ফেডারেশনের সভাপতি জামাল শিকদার প্রমুখ।

এএস/এসআর