দেশজুড়ে

বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় ১৩ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ছবির আলম (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে শিশুটির দিনমজুর বাবা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় মামলাটি দায়ের করেন। ছবির আলম বরগুনা জেলার বেতাগীর সোপখালী এলাকার বাসিন্দা আজিজ খন্দকারের ছেলে। মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহবুবুর রহমান মামলার আরজির বরাত দিয়ে জাগো নিউজকে জানান, ছবির গভীর নলকূপ (ডিপ টিউবয়েল) স্থাপনের কাজ করে। কয়েক দিন আগে সাপানিয়া এলাকার একটি বাড়িতে গভীর নলকূপ (ডিপ টিউবয়েল) স্থাপন করে ছবির ও তার সঙ্গের শ্রমিকরা। তখন সহজ সরল ওই শিশুটির সঙ্গে পরিচয় হয় ছবিরের। গত ১৮ সেপ্টেম্বর রাতে শিশুটি ঘর থেকে বাথরুম করতে বের হয়। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা ছবির শিশুটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।ওসি আরো জানান, আসামি ছবিরকে আটক করতে এরই মধ্যে পুলিশের একটি দল তার বাড়ি বরগুনা জেলার বেতাগীর সোপখালী এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।সাইফ আমীন/এমজেড/আরআইপি

Advertisement