ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু সংক্রান্ত ফাইল প্রকাশ করার পর থেকে প্রতিদিনই বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে খবর আসছে। নেতাজির জীবন নিয়ে এবার চাঞ্চল্যকর একটি তথ্য প্রকাশ করেছে কলকাতার ইংরেজি সংবাদপত্র দ্য টেলিগ্রাফ।টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতাজি এক চেকোস্লোভাকিয়া (বর্তমানে চেক প্রজাতন্ত্র) নারীকে বিয়ে করেছিলেন। সেই চেক নারীর সঙ্গে বিয়ে করার পর তাদের এক কন্যা সন্তানও হয়েছিল।নেতাজি সেই কন্যা সন্তানের নাম দিয়েছিলেন `নিমা`। নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও সুগত বসু নামে নেতাজির একজন স্বজন এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন। প্রাগে ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, নেতাজি ১৯৩৩-১৯৩৮ সালের মধ্যে একাধিকবার চেকোস্লোভাকিয়ায় যান। প্রাগে ১৯৩৪ সালে ভারত-চেক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। সেই সফরে চেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট এডওয়ার্ড বেনেসের সঙ্গে সাক্ষাত্ করেছিলেন তিনি।উল্লেখ্য, গত সপ্তাহে নেতাজি সংক্রান্ত ৬৪টি গোপন নথি প্রকাশ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ওই তথ্য অনুযায়ী স্বাধীনতার পর নেহরু সরকারের পুলিশ নেতাজি পরিবারের উপর নজর রাখত।এসআইএস/আরআইপি
Advertisement