ক্যাম্পাস

মাদক ব্যবসায়ীকে বাঁচাতে সড়ক অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকার ইকবাল নামে এক মাদক ব্যবসায়ীকে বাঁচাতে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করেছে তার সহযোগীরা।মঙ্গলবার বিকেল তিনটার দিকে চবি’র মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান , দুপুর ১২ টার দিকে মাদক সম্রাট হানিফের ছোট ভাই ইকবালকে আটক করে হাটহাজারী থানা পুলিশ। পরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সহযোগীরা চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করে। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মার্কেটিং বাসসহ চট্টগ্রাম-হাটহাজারী রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল সাড়ে চারটায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা বলেন, ইকবাল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে তার সহকারীরা চট্টগ্রাম-হাটহাজারী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। ইকবাল হাটহাজারীর চিহ্নিত মাদক ব্যবসায়ী হানিফের ভাই। ইকবালের পাঁচ ভাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উল্লেখ্য, কিছুদিন আগে ইকবাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে অপ্রীতিকর ঘটনায় জড়িয়েছিল বলেও জানান পুলিশ।এমএএস/আরআইপি

Advertisement