দেশজুড়ে

ভারত থেকে এলো নতুন ২০ হাজার ইয়াবা

সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকা থেকে ভারত থেকে আসা নতুন আকৃতির ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

Advertisement

বিজিবি জানায়, ভারত থেকে বিপুল পরিমাণ ইয়াবা আসছে এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি একটি ইঞ্জিনচালিত ভ্যানকে সিগন্যাল একটি ব্যাগ ফেলে পালিয়ে যাই চোরাকারবারি। পরে ব্যাগটি তল্লাশি করে নতুন ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, উদ্ধারকৃত ২০ হাজার ইয়াবার মূল্য ৬০ লাখ টাকা। তবে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

পড়ুন : ইয়াবা সংক্রান্ত আরও খবর

Advertisement

আকরামুল ইসলাম/এএম/জেআইএম