চীনের পশ্চিমাঞ্চলে জিনজিয়াং প্রদেশে একটি কয়লা খনি দুর্ঘটনায় ১৬ শ্রমিক নিহত হয়েছেন বলে শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে।প্রাদেশিক রাজধানী উরুমচিতে স্থানীয় সময় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সেখানে ৩৩ জন শ্রমিক কাজ করছিলেন বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।ওই প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনায় ১১ জন আহত হয়েছেন। এছাড়া ছয়জন শ্রমিক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে সিনহুয়ার প্রতিবেদনে ওই কয়লা খনির নাম বলা হয়নি।বিশ্বের সবচেয়ে বেশি কয়লা উৎপাদনকারী দেশ চীনের কয়লা খনিগুলোকে নাজুক নিরাপত্তা ব্যবস্থার কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ খনি হিসেবে বিবেচনা করা হয়।দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনিতে চলতি বছরের জুনে এক দুর্ঘটনায় ২২ জন শ্রমিক নিহত হন।খনিগুলোর নিরাপত্তা বাড়িয়ে দুর্ঘটনা কমিয়ে আনতে চীন সরকার ২০১৫ সালের মধ্যে ছোট ছোট দুই হাজার কয়লা খনি থেকে উত্তোলন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : রয়টার্স
Advertisement